Floriz - Biotin USP 1000 mcg, ফ্লোরিজ - বায়োটিন ১০০০ মি:গ্রা
বিবরণ :
বায়োটিন একটি প্রয়োজনীয় ভিটামিন যা ভিটামিন এইচ নামেও পরিচিত, এটি বিভিন্ন গুরত্বপূর্ণ শরীর বৃত্তীয় কাজ যেমন - ফ্যাটি এসিড সংশ্লেষণ, আমিনো এসিড ক্যাটাবলিজম এবং গ্লকোনিয়োজেনেসিস ইত্যাদি এর সঙ্গে সম্পর্কিত।
পাইরুভেট এবং আসিটাইল -কোএ এর এন জাইমেটিক কার্বক্সিলেসনে এটি একটি কোফ্যাকটর হিসেবে কাজ করে বায়োটিন এপিডার্মাল কোষের বৃদ্ধি ও বিভেদকে প্রভাবিত করে এবং এই কারণে চুল, ত্বক ও নখের গঠন এবং চুল, ত্বক ও নখের নতুন করে তৈরিতে খুব গুরুত্বপূর্ণ।
বায়োটিন একটি প্রয়োজনীয় ভিটামিন যা ভিটামিন এইচ নামেও পরিচিত, এটি বিভিন্ন গুরত্বপূর্ণ শরীর বৃত্তীয় কাজ যেমন - ফ্যাটি এসিড সংশ্লেষণ, আমিনো এসিড ক্যাটাবলিজম এবং গ্লকোনিয়োজেনেসিস ইত্যাদি এর সঙ্গে সম্পর্কিত।
পাইরুভেট এবং আসিটাইল -কোএ এর এন জাইমেটিক কার্বক্সিলেসনে এটি একটি কোফ্যাকটর হিসেবে কাজ করে বায়োটিন এপিডার্মাল কোষের বৃদ্ধি ও বিভেদকে প্রভাবিত করে এবং এই কারণে চুল, ত্বক ও নখের গঠন এবং চুল, ত্বক ও নখের নতুন করে তৈরিতে খুব গুরুত্বপূর্ণ।
এটি চুলের গোঁড়ায় থাকা মাইটোকনড্রিয়াল কার্বাক্সিলেসের কোএনজাইম হিসেবে কাজ করে এবং ক্যারাটিনের গঠন উন্নত করে।
বায়োটিনের অভাব জনিত সমস্যায় চুল পড়ার পাশাপশি অন্যান্য লক্ষণ যেমনঃ ডার্মাটাইটিস এবং এসিডিউরিয়া দেখা যায়,
যে কোন ধরনের চুল পড়ার সমস্যায়, (ফ্লোরিজ) বায়োটিন সর্বাধিক ব্যবহারকৃত একটি ঔষুধ।
বায়োটিনের অভাব জনিত সমস্যায় চুল পড়ার পাশাপশি অন্যান্য লক্ষণ যেমনঃ ডার্মাটাইটিস এবং এসিডিউরিয়া দেখা যায়,
যে কোন ধরনের চুল পড়ার সমস্যায়, (ফ্লোরিজ) বায়োটিন সর্বাধিক ব্যবহারকৃত একটি ঔষুধ।
নির্দেশনা ও ব্যবহার :
১। চুল পড়া রোধ করা
২। নতুন চুল গজানো
৩। দূর্বল, নরম ও ভঙ্গুর নখ
৪। একজিমা ও চর্মরোগ
৫। বায়োটিনের অভাব জনিত বাচ্চাদের খিঁচুনি, ঘন ঘন শ্বাস নেয়া
১। চুল পড়া রোধ করা
২। নতুন চুল গজানো
৩। দূর্বল, নরম ও ভঙ্গুর নখ
৪। একজিমা ও চর্মরোগ
৫। বায়োটিনের অভাব জনিত বাচ্চাদের খিঁচুনি, ঘন ঘন শ্বাস নেয়া
মাত্রা সেবন বিধি :
বায়োটিন (floriz) সেবন মাত্রা রোগের ধরন এবং রোগীর বয়সের উপর নির্ভর করে, সাধারণত প্রতিদিন ১ - ৩ টি ট্যাবলেট সেব্য অথবা চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী নির্দেশিত।
বায়োটিন (floriz) সেবন মাত্রা রোগের ধরন এবং রোগীর বয়সের উপর নির্ভর করে, সাধারণত প্রতিদিন ১ - ৩ টি ট্যাবলেট সেব্য অথবা চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী নির্দেশিত।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন :
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে পযার্প্ত তথ্য পাওয়া যায়নি
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে পযার্প্ত তথ্য পাওয়া যায়নি
পাশ্বপ্রতিক্রিয়া:
নির্দেশিত মাত্রায় শরীরের জন্য সহনশীল, সর্বাধিক ২০০ মি:গ্রা মুখে সেবনে বা ২০ মি:গ্রা শিরাপথে গ্রহণ করার পর ও কোনো বিষক্রিয়া তথ্য জানা যায়নি।
নির্দেশিত মাত্রায় শরীরের জন্য সহনশীল, সর্বাধিক ২০০ মি:গ্রা মুখে সেবনে বা ২০ মি:গ্রা শিরাপথে গ্রহণ করার পর ও কোনো বিষক্রিয়া তথ্য জানা যায়নি।
মুল্য :
ফ্লোরিজ - Floriz প্রতিটি ট্যাবলেট এর মুল্য ২০ টাকা পাতায় রয়েছে ১০টি ট্যাবলেট দাম ২০০ টাকা মাত্র
ফ্লোরিজ - Floriz প্রতিটি ট্যাবলেট এর মুল্য ২০ টাকা পাতায় রয়েছে ১০টি ট্যাবলেট দাম ২০০ টাকা মাত্র
আমার কাছে আছে কিন্তু মেয়াদ আর ২ মাস আছে। আমি কি এটি সেবন করতে পারি?দয়া করে একটু!
ReplyDelete