কিডডি/ KIDDI
কিডডি সিরাপ আটটি প্রয়োজনীয় ভিটামিন এবং কডলিভার অয়েলের একটি সুষম সংমিশ্রণ যা ভিটামিনের অভাব পূরণ করে এবং দেহের সঠিক ক্রমবৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিতে কাজ করে।
নির্দেশনাঃ
ভিটামিনের অভাব জনিত রোগের চিকিৎসায় এবং প্রতিরোধে কিডডি সিরাপ ব্যবহৃত হয়।বিভিন্ন রোগে শিশুদের ভিটামিনের অতিরিক্ত প্রয়োজনীয়তার ক্ষেত্রে যেমন দীর্ঘস্থায়ী রোগ,বর্ধনশীল শিশুদের ভিটামিনের অভাব জনিত লক্ষণ, ক্ষুদামন্দা এবং রোগীদের স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য কডডি সিরাপ নির্দেশিত হয়।
সেবনবিধিঃ
১-১২ মাস বয়সের শিশুদের জন্য
২.৫ মি.লি. দৈনিক ১বার সেব্য।
১-৪ বছর বয়সের শিশুদের জন্য
৫ মি.লি. দৈনিক ১ বার সেব্য।
৪ বছরের বেশি শিশুদের জন্য
১.৫ মি.লি. দৈনিক ১ বার সেব্য।
বয়স্কদের জন্য ২ চামচ দৈনিক ১বার সেব্য।
পার্শ্ব-প্রতিক্রিয়াঃ
সুনির্দিষ্ট ভিটামিন-এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিন্তু সেটা সিরাপে দেয়া ভিটামিন-এর পরিমাণের। তুলনায় অধিক পরিমাণের ক্ষেত্রে।কিছু কিছু ক্ষেত্রে এলার্জিক রা্যশ দেখা দিতে পারে।
সতর্কতাঃ
এই সমস্ত ঔষধ শরীরে জমা হয়ে সমস্যা সৃষ্টি করতে পারে।এজন্য ডাক্তারের পরামর্শ বিহীন মাত্রাধিক অথবা অবিরাম গ্রহণ করা উচিত নয়।
গর্ভাবস্থায় ও দুগ্ধদানে ব্যবহারঃ
শুধু ভিটামিন সিরাপ অথবা দ্বিগুণ পরিমাণ দুগ্ধের সাথে অথবা কমলার রসের সাথে মিশিয়ে খাবার পূর্বে গ্রহণ করা যেতে পারে।
ঔষধ এর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াঃ
কোন রকম পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া দেখা যায় নি।
No comments:
Post a Comment