উপস্থাপনঃ
ক্যারিলাক্স ট্যাবলেট : প্রতিটি ট্যাবলেটে আছে ক্যারিসোপ্রোডল ইউএসপি ২৫০ মিলিগ্রাম।
নির্দেশনা ও ব্যবহারঃ
ক্যারিলাক্সের যে সব ক্ষেত্রে নির্দেশিত -
১.তীব্র মাস্কুলোস্কেলেটাল ব্যথা এবং যেকোন ব্যথার অস্বস্থিভাব থেকে মুক্তি দিতে।
২.ব্যথার রোগীদের নিয়মিত ঘুম বাড়াতে ও মানসিক উদ্বেগ কমাতে
৩.আঘাত প্রাপ্ত রোগীর শারীরিক চিকিৎসায় সহযোগী হিসাবে।
১৮ বছর বা তার বেশি বয়স্কদের জন্য ক্যারিলাক্স সারাদিনে তিনবার এবং একটি ট্যাবলেট ঘুমানোর আগে মোট ৪ বার।
ক্যারিললাক্স সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত ব্যবহার অনুমোদিত। কিডনি ও যকৃতের অকার্যকারিতায় এবং যেসকল রোগীদের CYP2C19 কম সক্রিয় তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।
পার্শ্ব প্রতিক্রিয়াঃ
তন্দ্রাচ্ছন্ন ভাব,মাথা ঘোরা,মাথা ব্যথা হতে পারে।
গর্ভাবস্থায় স্তন্যদানকালেঃ
গর্ভাবস্থায় সি ক্যাটাগরীভুক্ত।
গর্ভাবস্থায় ক্যারিসোপ্রোডল গ্রহণের কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।মায়ের ক্যারিসোডল সেবনে শিশু মাতৃদুগ্ধ কম পায়/মাতৃদুগ্ধের পরিমাণ কমে যায়।স্তন্যদানকালীন সময়ে ক্যারললাক্স সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
thanks
ReplyDelete১৭বছর বয়সে কয়টা করে ট্যাবলেট খাবে ডেয়লি?
ReplyDelete