Saturday, 31 August 2019

Floriz-চুল পড়ার সমস্যায়


Floriz - Biotin USP 1000 mcg, ফ্লোরিজ - বায়োটিন ১০০০ মি:গ্রা

বিবরণ :
বায়োটিন একটি প্রয়োজনীয় ভিটামিন যা ভিটামিন এইচ নামেও পরিচিত, এটি বিভিন্ন গুরত্বপূর্ণ শরীর বৃত্তীয় কাজ যেমন - ফ্যাটি এসিড সংশ্লেষণ, আমিনো এসিড ক্যাটাবলিজম এবং গ্লকোনিয়োজেনেসিস ইত্যাদি এর সঙ্গে সম্পর্কিত।
পাইরুভেট এবং আসিটাইল -কোএ এর এন জাইমেটিক কার্বক্সিলেসনে এটি একটি কোফ্যাকটর হিসেবে কাজ করে বায়োটিন এপিডার্মাল কোষের বৃদ্ধি ও বিভেদকে প্রভাবিত করে এবং এই কারণে চুল, ত্বক ও নখের গঠন এবং চুল, ত্বক ও নখের নতুন করে তৈরিতে খুব গুরুত্বপূর্ণ।
এটি চুলের গোঁড়ায় থাকা মাইটোকনড্রিয়াল কার্বাক্সিলেসের কোএনজাইম হিসেবে কাজ করে এবং ক্যারাটিনের গঠন উন্নত করে।
বায়োটিনের অভাব জনিত সমস্যায় চুল পড়ার পাশাপশি অন্যান্য লক্ষণ যেমনঃ ডার্মাটাইটিস এবং এসিডিউরিয়া দেখা যায়,
যে কোন ধরনের চুল পড়ার সমস্যায়, (ফ্লোরিজ) বায়োটিন সর্বাধিক ব্যবহারকৃত একটি ঔষুধ।

নির্দেশনা ও ব্যবহার :
১। চুল পড়া রোধ করা
২। নতুন চুল গজানো
৩। দূর্বল, নরম ও ভঙ্গুর নখ
৪। একজিমা ও চর্মরোগ
৫। বায়োটিনের অভাব জনিত বাচ্চাদের খিঁচুনি, ঘন ঘন শ্বাস নেয়া

মাত্রা সেবন বিধি :
বায়োটিন (floriz) সেবন মাত্রা রোগের ধরন এবং রোগীর বয়সের উপর নির্ভর করে, সাধারণত প্রতিদিন ১ - ৩ টি ট্যাবলেট সেব্য অথবা চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী নির্দেশিত।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন :
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে পযার্প্ত তথ্য পাওয়া যায়নি
পাশ্বপ্রতিক্রিয়া:
নির্দেশিত মাত্রায় শরীরের জন্য সহনশীল, সর্বাধিক ২০০ মি:গ্রা মুখে সেবনে বা ২০ মি:গ্রা শিরাপথে গ্রহণ করার পর ও কোনো বিষক্রিয়া তথ্য জানা যায়নি।

মুল্য :
ফ্লোরিজ - Floriz প্রতিটি ট্যাবলেট এর মুল্য ২০ টাকা পাতায় রয়েছে ১০টি ট্যাবলেট দাম ২০০ টাকা মাত্র

Wednesday, 28 August 2019

CARILAX-যেকোন বাত, ব্যথার অস্বস্থিভাব থেকে মুক্তি দিতে

ক্যারিলাক্স/Carilax

উপস্থাপনঃ
ক্যারিলাক্স ট্যাবলেট : প্রতিটি ট্যাবলেটে আছে ক্যারিসোপ্রোডল ইউএসপি ২৫০ মিলিগ্রাম।

নির্দেশনা ও ব্যবহারঃ
ক্যারিলাক্সের যে সব ক্ষেত্রে নির্দেশিত -
১.তীব্র মাস্কুলোস্কেলেটাল ব্যথা এবং যেকোন ব্যথার অস্বস্থিভাব থেকে মুক্তি দিতে।
২.ব্যথার রোগীদের নিয়মিত ঘুম বাড়াতে ও মানসিক উদ্বেগ কমাতে
৩.আঘাত প্রাপ্ত রোগীর শারীরিক চিকিৎসায় সহযোগী হিসাবে।

সেবনবিধিঃ
১৮ বছর বা তার বেশি বয়স্কদের জন্য ক্যারিলাক্স সারাদিনে তিনবার এবং একটি ট্যাবলেট ঘুমানোর আগে মোট ৪ বার।
ক্যারিললাক্স সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত ব্যবহার অনুমোদিত। কিডনি ও যকৃতের অকার্যকারিতায় এবং যেসকল রোগীদের CYP2C19 কম সক্রিয় তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।

পার্শ্ব প্রতিক্রিয়াঃ
তন্দ্রাচ্ছন্ন ভাব,মাথা ঘোরা,মাথা ব্যথা হতে পারে।

গর্ভাবস্থায় স্তন্যদানকালেঃ
গর্ভাবস্থায় সি ক্যাটাগরীভুক্ত।
গর্ভাবস্থায় ক্যারিসোপ্রোডল গ্রহণের কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।মায়ের ক্যারিসোডল সেবনে শিশু মাতৃদুগ্ধ কম পায়/মাতৃদুগ্ধের পরিমাণ কমে যায়।স্তন্যদানকালীন সময়ে ক্যারললাক্স সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।

Monday, 26 August 2019

JEEBEE-স্মৃতিশক্তি কমে যাওয়া ও হতাশা প্রতিকারে কার্যকরী

জীবি/JeeBee

উপাদানজীবি ৬০ মি.গ্রা. ক্যাপসুল: প্রতিটি ক্যাপসুলে আছে জিংক্‌গো বিলোবা ৬০ মি.গ্রা. স্ট্যান্ডার্ডাইজড নির‌্যাস।

ব্যবহার : প্রাথমিক ব্যবহার-
মস্তিষ্কে রক্তস্বল্পতা, স্মৃতিশক্তি কমে যাওয়া, হতাশা, অ্যালজাইমার’স রোগের কারণে সৃষ্ট মনোযোগহীনতা ও স্মৃতিহীনতা।মাথাঘোরা ও কানে ঘন্টা ধ্বণির মত শব্দানুভূতি।পেরিফেরাল ভাস্‌কুলার রোগ: পেরিফেরাল আর্টেরিয়াল ওক্লুসিভ রোগের দ্বিতীয় ধাপে (স্টেজ-২) হাঁটাজনিত পা ব্যথার উন্নয়ন ঘটায়। অন্যান্য উল্লেখযোগ্য ব্যবহার> দেহে ও রক্তে অক্সিজেনের ঘাটতি।
> তীব্র মধ্যকর্ণ বধিরতা।
> এস এস আর আই ব্যবহারজনিত যৌন অক্ষমতা।
JeeBee

মাত্রা ও ব্যবহার বিধি : জীবি ৬০ মি.গ্রা. ১টি বা ২টি ক্যাপসুল দৈনিক ২ থেকে ৩ বার সেব্য।

পার্শ্ব - প্রতিক্রিয়া : ওষুধটি সঠিক মাত্রায় প্রয়োগে কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। ১০,০০০ রোগীর মধ্যে পরিচালিত একটি ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে জিংক্‌গোর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। সহসা মাথা ব্যথা, ঝাপসা দৃষ্টি, অস্থিরতা, পাকস্থলীর সমস্যা, চামড়ায় এলার্জি এ ধরণের অল্প কয়েকটি ঘটনার কথা জানা যায়। প্রযোজ্য মাত্রার অতিরিক্ত ঔষধ গ্রহণে ডায়রিয়া, বমিভাব, বমি, অস্থিরতা অথবা দুর্বলতা দেখা দিতে পারে।

যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : যে সকল রোগীরা রক্ত জমাট বিরোধী, এন্টিপ্লাটিলেট ঔষধ যেমন- ওয়ারফেরিন, হেপারিন এবং এসপিরিন গ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে জিংকগো সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। যাদের রক্তক্ষরণজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটির দীর্ঘ ব্যবহার (৬-১২ সপ্তাহ) অনুচিত। এটি সার্জারীর পূর্বেও ব্যবহার করা অনুচিত। যে সব রোগীদের ইন্ট্রাক্রানিয়াল রক্ত ক্ষরণের সম্ভবনা আছে তাদেরও এটি ব্যবহার অনুচিত।

গর্ভকালীন ও স্তন্যদানকালে ব্যবহার : 
জীবি গর্ভাবস্থায় অথবা স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে কোন বাধা আছে বলে জানা যায় না।



ASKOREL-দীর্ঘ মেয়াদি কাশির নিরাময়ে কার্যকরী

অ্যাসকোরিল/ASKOREL


উপাদানঃ
অ্যাসকোরিল সিরাপ: প্রতি ৫ মিলি সিরাপে আছে বিউটামিরেট সাইট্রিট আইএনএন ৭.৫ মিলিগ্রাম।

নির্দেশনাঃ
যেকোন প্রকার তীব্র থেকে দীর্ঘ মেয়াদী কফ,সার্জারীর আগে এবং পরের কফ এবং ব্রঙ্কোস্কপি টেস্টের ফলে যে কফ তৈরী হয় তা দূর করতে সাহায্য করে।

মাত্রা ও সেবনবিধিঃ

বাচ্চাদের বয়স ৩-৬ বছরের মধ্যে:
১ চামচ দিনে ৩ বার।

৬-১২ বছরের মধ্যে:
২ চামচ দিনে ৩ বার।

১২ বছরের বেশি কিশোরদের জন্য জন্য:
৩ চামচ দিনে ৩ বার।

প্রাপ্ত বয়স্কদের জন্য:
৩ চামচ দিনে ৪ বার।

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ঃ
গর্ভকালীন প্রথম ৩ মাসে বিউকফ দেওয়া যাবে না,এর পরে বিউকফ দেওয়া যাবে যদি দরকার হয়।গর্ভকালীন সময় কেবল সুনির্দিষ্ট প্রয়োজন হলেই বিউকফ ব্যবহার করা উচিৎ।

সাবধানতার জন্য স্তন্যদান কালে সাধারণ নিয়মে লাভ-ক্ষতি বিবেচনা করে বিউকফ দেওয়া উচিত।

অতিমাত্রায়ঃ
অতি মাত্রায় ঔষধ সেবন করলে বমি বমি ভাব,বমি,ডায়রিয়া, ঝিঁমুনি এবং প্রেসার কমে যেতে পারে।এইসব জরুরী অবস্থায় সক্রিয় চারকোল,স্যালাইন, রেচক দিয়ে চিকিৎসা করলে এসব লক্ষণ গুলি চলে যায়।

সাবধানতাঃ
বিউটামিরেট সাইট্রেট কফ রিফ্লেক্স বন্ধ করে তাই এর সাথে কোন এক্সপেক্টোরেন্ট দেওয়া ঠিক না,কারণ ইহা পরবর্তীতে শ্বসনতন্ত্রে কফ জমাট করিতে পারে এবং ইহা ব্রঙ্কোস্পাজম এবং শ্বাসনালীর ইনফেকশন ঝুকি বাড়িয়ে দেয়।
যদি কফ ৭ দিনের মধ্যে না যায় তাহলে অবশ্যই ডাক্তার অথবা ফার্মাসিস্টের পরামর্শ নেওয়া উচিত।

Saturday, 24 August 2019

KIDDI-শিশুদের ক্ষুদা মন্দা,খাওয়ায় অরুচি ও ভিটামিনের ঘাটতি পূরণে কার্যকরী

কিডডি/  KIDDI

কিডডি সিরাপ আটটি প্রয়োজনীয় ভিটামিন এবং কডলিভার অয়েলের একটি সুষম সংমিশ্রণ যা ভিটামিনের অভাব পূরণ করে এবং দেহের সঠিক ক্রমবৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিতে কাজ করে।

নির্দেশনাঃ
ভিটামিনের অভাব জনিত রোগের চিকিৎসায় এবং প্রতিরোধে কিডডি সিরাপ ব্যবহৃত হয়।বিভিন্ন রোগে শিশুদের ভিটামিনের অতিরিক্ত প্রয়োজনীয়তার ক্ষেত্রে যেমন দীর্ঘস্থায়ী রোগ,বর্ধনশীল শিশুদের ভিটামিনের অভাব জনিত লক্ষণ, ক্ষুদামন্দা এবং রোগীদের স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য কডডি সিরাপ নির্দেশিত হয়।


সেবনবিধিঃ
১-১২ মাস বয়সের শিশুদের জন্য
২.৫ মি.লি. দৈনিক ১বার সেব্য।

১-৪ বছর বয়সের শিশুদের জন্য
৫ মি.লি. দৈনিক ১ বার সেব্য।

৪ বছরের বেশি শিশুদের জন্য
১.৫ মি.লি. দৈনিক ১ বার সেব্য।

বয়স্কদের জন্য ২ চামচ দৈনিক ১বার সেব্য।

পার্শ্ব-প্রতিক্রিয়াঃ
সুনির্দিষ্ট ভিটামিন-এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিন্তু সেটা সিরাপে দেয়া ভিটামিন-এর পরিমাণের। তুলনায় অধিক পরিমাণের ক্ষেত্রে।কিছু কিছু ক্ষেত্রে এলার্জিক রা্যশ দেখা দিতে পারে।

সতর্কতাঃ
এই সমস্ত ঔষধ শরীরে জমা হয়ে সমস্যা সৃষ্টি করতে পারে।এজন্য ডাক্তারের পরামর্শ বিহীন মাত্রাধিক অথবা অবিরাম গ্রহণ করা উচিত নয়।

গর্ভাবস্থায় ও দুগ্ধদানে ব্যবহারঃ
শুধু ভিটামিন সিরাপ অথবা দ্বিগুণ পরিমাণ দুগ্ধের সাথে অথবা কমলার রসের সাথে মিশিয়ে খাবার পূর্বে গ্রহণ করা যেতে পারে।


ঔষধ এর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াঃ
কোন রকম পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া দেখা যায় নি।

Monday, 5 August 2019

ALGECAL-ক্যালসিয়াম এর ঘাটতি পূরণে

এ্যালজিক্যাল/Algecal

উপাদান:-
এ্যালজিক্যাল ট্যাবলেট : প্রতিটি ট্যাবলেটে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট (এ্যালজি উৎস) ইউএসপি ১২৫০ মিগ্রা যা ক্যালসিয়াম ৫০০ মিগ্রা এর সমতুল্য এবং কোলেক্যালসিফেরল ( কনসেন্ট্রেট পাউডার) বিপি ২.০ মিগ্রা রূপে যা ভিটামিন ডি৩,এ্যালবিউমিন এবং আলফা ফেটোপ্রোটিন এর সাথে সংযুক্ত হয়ে ক্যালসিয়ামের শোষন বাড়িয়ে দেয়।

নির্দেশনা:-
১.অস্টিওপোরোসিস
২.টিটানি
৩.অস্টিওজেনেসিস
৪.শৈশবকালীন ক্যালসিয়াম ঘাটতি
৫.গর্ভাবস্থায় ক্যালসিয়াম ঘাটতি
৬.স্তনদানকালে ক্যালসিয়াম ঘাটতি
৭.বয়স্ক রোগীদের ক্যালসিয়াম ঘাটতি

মাত্র ও প্রয়োগ :-
একটি করে দিনে ২বার,
প্রচুর পরিমাণ পানি অথবা খাদ্যের সাথে,
অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য

Algecal

বিরুদ্ধব্যবহার:-
প্যারাথাইরয়েড গ্রন্থির সক্রিয়তা, হাইপারক্যালসিয়াম,কোষ্ঠকাঠিন্য, বৃক্কে পাথর এবং দেহ হতে প্রচুর পরিমাণ পানি অপসারনের ক্ষেত্রে নির্দেশিত নয়।

পার্শ্বপ্রতিক্রিয়া :-
পেটফাঁপা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য এবং এলার্জিক প্রতিক্রিয়া হওয়ার,সম্ভাবনা বিরল।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে:-
গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত।
গর্ভবতী এবং স্তন্যকালীন মহিলাদের উপর এ্যালজিক্যাল" এর প্রতিক্রিয়া সাফল্যের সাথে অর্জিত হয়েছে।

মূল্য:-প্রতি ট্যাবলেট ১০ টাকা মাত্র।

Saturday, 3 August 2019

ULFATE-গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসায়

আলফেট/Ulfate
সুক্রালফেট/Sucralfate

আলফেট সাসপেনশন প্রতি চামচে আছে সুক্রালফেট ১ গ্রাম।

নির্দেশনা :-
প্রাপ্তবয়স্ক ও ১৪ অধিক কিশোর-কিশোরীদের ক্ষেত্রে
১.ডিওডেনাল আলসার
২.গ্যাস্ট্রিক আলসার
৩.ক্রনিক গ্যাস্ট্রিাইটিস
৪.স্ট্রেস আলসার

সেবনবিধি:-
ডিওডেনাল আলসার,গ্যাস্ট্রিক আলসার, ক্রনিক গ্যাস্ট্রাইটিস:
প্রাপ্তবয়স্ক :-২ চামচ ২ বার
অথবা ১ চামচ ৪ বার
খাওয়ার আগে।
আলফেট-Ulfate


স্ট্রেস আলসার:
১ চামচ ৬ বার।

পার্শ্বপ্রতিক্রিয়া:-
মাথা ঘোরা,মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব,কোষ্ঠকাঠিন্য, শুষ্ক মুখ, বমি বমি ভাব হতে পারে।

পূর্বসতর্কতা:-
গুরুতর বা ক্রনিক রেনাল রোগীর ক্ষেত্রে আলফেট অতি সতর্কতার সঙ্গে এবং শুধুমাত্র স্বল্প মেয়াদী চিকিৎসার জন্য ব্যবহার করা উচিৎ।

শিশুদের ক্ষেত্রে ব্যবহার :-
১৪ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নিরাপত্তা ও কার্যকারীতার উপর অপর্যাপ্ত তথ্যের কারণে আলফেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয় না।

গর্ভাবস্থায় ব্যবহার:-
আলফেট গর্ভাবস্থায় ব্যবহারের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি বিধায় চিকিৎসক এটিকে প্রয়োজনীয় বিবেচনা করলেই কেবলমাত্র ব্যবহার করা উচিৎ।

স্তন্যদানকালে:-
সুক্রালফেট মানুষের দুগ্ধে নিষ্কাশিত হয় কিনা তা জানা যায় নি।স্তন্যদানকালে আলফেট ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত।

মূল্য : ৪০০ টাকা মাত্র