আরসোকল ৩০০ প্রতিটি ট্যাবলেটে আছে আরসোডিঅক্সিকোলিক এসিড বিপি ৩০০ মিলিগ্রাম
নির্দেশনার :-
১. জন্ডিস
২.ভাইরাল হেপাটাইটিস
৩. অ্যালকোহল জনিত ফ্যাটি লিভার ডিজিজ
৪. পিত্তথলির পাথর দ্রবীভূত করেন
![]() |
আরসোকল ১৫০ |
মাত্রা ও সেবন বিধি:-
১২ বছরের কম বয়সীদেরর ক্ষেত্রে ৩০০ মিলিগ্রাম একক বা বিভক্ত মাত্রায়।
পূর্ণবয়স্ক রোগীদের ক্ষেত্রে ৬০০ মিলিগ্রাম একক বা বিভক্ত মাত্রায়য়।
অথবা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতো।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে:-
প্রেগনেন্সি ক্যাটাগরি বি।
গর্ভাবস্থায় এই ওষুধ ব্যবহারের কোন ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি। গর্ভাবস্থার শেষের তিন মাস গর্ভবতী চিকিৎসায় কোন রকম পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়াই কার্যকরী।
স্তন্যদানকালে এই ওষুধ সেবনে বিরত থাকাই ভালো।
![]() |
আরসোকল ৩০০ |
সতর্কতাঃ যে সমস্ত রোগের লিভারের রোগ আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে এই ওষুধ ব্যবহার করতে হবে।
পার্শ্বপ্রতিক্রিয়া:-
সাধারণ প্রতিক্রিয়া হল মাথা ঘোরা, বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, চুলকানি।
মূল্য:-
আরসোকল ১৫০ মিলিগ্রাম প্রতি ট্যাবলেট ১৫ টাকা মাত্র।
আরসোকল ৩০০ মিলিগ্রাম প্রতি ট্যাবলেট ২৫ টাকা মাত্র।