Tuesday, 30 July 2019

URSOCOL-পিত্তথলীর পাথর দূরীকরণ ও জন্ডিস নিরাময়ে কার্যকরী ঔষধ

আরসোকল ১৫০ প্রতিটি ট্যাবলেটে আছে             আরসোডিঅক্সিকোলিক এসিড বিপি ১৫০ মিলিগ্রাম।
আরসোকল ৩০০ প্রতিটি ট্যাবলেটে আছে            আরসোডিঅক্সিকোলিক এসিড বিপি ৩০০ মিলিগ্রাম


 নির্দেশনার :-
১. জন্ডিস
২.ভাইরাল হেপাটাইটিস
৩. অ্যালকোহল জনিত ফ্যাটি লিভার ডিজিজ
৪. পিত্তথলির পাথর দ্রবীভূত করেন

আরসোকল ১৫০


মাত্রা ও সেবন বিধি:-
 ১২ বছরের কম বয়সীদেরর ক্ষেত্রে ৩০০ মিলিগ্রাম একক বা বিভক্ত মাত্রায়।
 পূর্ণবয়স্ক রোগীদের ক্ষেত্রে ৬০০ মিলিগ্রাম একক বা বিভক্ত মাত্রায়য়।
অথবা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতো।


 গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে:-
 প্রেগনেন্সি ক্যাটাগরি বি।
গর্ভাবস্থায় এই ওষুধ ব্যবহারের কোন ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি। গর্ভাবস্থার শেষের তিন মাস গর্ভবতী চিকিৎসায় কোন রকম পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়াই কার্যকরী।
স্তন্যদানকালে এই ওষুধ সেবনে বিরত থাকাই ভালো।

আরসোকল ৩০০


 সতর্কতাঃ যে সমস্ত রোগের লিভারের রোগ আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে এই ওষুধ ব্যবহার করতে হবে।

 পার্শ্বপ্রতিক্রিয়া:-
 সাধারণ প্রতিক্রিয়া হল মাথা ঘোরা, বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, চুলকানি।

মূল্য:-
আরসোকল ১৫০ মিলিগ্রাম প্রতি ট্যাবলেট ১৫ টাকা মাত্র।
আরসোকল ৩০০ মিলিগ্রাম প্রতি ট্যাবলেট ২৫ টাকা মাত্র।

Monday, 29 July 2019

Vertina-D - গর্ভবতী মহিলাদের বমির চিকিৎসায়

ভার্টিনা-ডি Vertina-D

ভার্টিনা-ডি প্রতিটি ট্যাবলেটে আছে ডক্সিলামিন সাক্সিনেট ১০ মিলিগ্রাম এবং পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড ১০ মিলিগ্রাম।


নির্দেশনা :-

১.বমিবমি ভাব
২.গর্ভবতী মহিলাদের বমির চিকিৎসা।
ভার্টিনা-ডি-Vertina-D



সেবনবিধি:-
         রাতে ঘুমানোর আগে দুটি ট্যাবলেট খেতে হবে।
 যদি লক্ষণ সমূহ অব্যাহত থাকে,
তাহলে তৃতীয় দিন থেকে তিনটি ট্যাবলেট খেতে হবে।
(একটি সকালে দুটি রাতে)।

 যদি এই তিনটি ট্যাবলেট পর্যাপ্ত ভাবে লক্ষণ নিয়ন্ত্রণ করতে না পারে সেক্ষেত্রে চতুর্থ দিন থেকে সর্বোচ্চ ৪টি ট্যাবলেট খেতে পারবে।
  (একটি সকালে,একটি দুপুরে,দুটি রাতে)

 ট্যাবলেট টি পানি সহ খালি পেটে খেতে হবে।

পার্শ্ব-প্রতিক্রিয়া :-

প্রেগনেন্সি ক্যাটাগরি এ।
তাই গর্ভাবস্থায় মহিলাদের জন্য নিরাপদ।
স্তনদানকালীন সময়ে এই ঔষধ ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

মূল্য:- প্রতি ট্যাবলেট ৫ টাকা মাত্র।

RUPA 10-সর্দি ও এলার্জি নিরাময়কারী ঔষধ

রুপা (রুপাটাডিন)/RUPA 10

বিবরণ:
 রুপা ট্যাবলেট প্রতিটি ট্যাবলেটে আছে রুপাটাডিন আইএনএন যা রুপাটাডিন ১০ মিলিগ্রাম এর সমতুল্য।ওরাল সলিউশনে আছে প্রতি ১ চামচে ৫ মিলিগ্রাম।
 রুপাটাডিন সিজনাল এবং পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস এর জন্য নির্দেশনা।

রুপা ট্যাবলেট 


 নির্দেশনা:-
১.এলার্জি
২.হাঁচি
৩.চুলকানি
৪.একজিমা


পার্শ্ব-প্রতিক্রয়া:-
সাধারণ  দুর্বলতা ও অবসাদ হতে পারে। গাড়ি ও যন্ত্রপাতি চালানোর সময় সর্তকতা থাকতে হবে।
লিভার ও কিডনি রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়।

ব্যবহারবিধি :-
প্রতিরাতে ১ টি ট্যাবলেট   অথবা ডাক্তারের পরামর্শ মতো।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে:-
গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ভ্রুনের ক্ষতির চেয়ে ঔষধ সেবনে উপকার বেশি হলে গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে।
মাতৃদুগ্ধদানকালে রুপাটাডিন সাবধানতার সাথে ব্যবহার করতে হবে

মূল্য:
প্রতি ট্যাবলেট ১২ টাকা মাত্র।